পটিয়ার সনদ জালিয়াতি মামলায় গত মঙ্গলবার সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা।
তিনি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এর আগে কচুয়াই ইউনিয়নের মৃত অমর নাথ ভট্টাচার্যের পুত্র মিল্টন ভট্টাচার্য বাদী হয়ে জালিয়াতির একটি মামলা করেন। মামলা নং-১১২১/১৯ইং। মামলায় আসামি করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, দীপক ব্যানার্জী প্রকাশ মধু, সুবল ব্যানার্জী, দিলীপ কুমার দাশকে। দীর্ঘদিন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে আসামি দিলীপ কুমার দাশ মৃত্যুবরণ করায় অভিযোগ হতে তাকে রিলিজ দেয়া হয়। জানা গেছে, কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু গত ২০১৬ সালের ৩০ মে দায়িত্ব পালন করেন। একই এলাকার মিল্টন ভট্টাচার্য পূর্ব পুরুষের ওয়ারিশ সনদপত্রের আবেদন করেন। ওইসময় ওয়ারিশ সনদ প্রদান করেন চেয়ারম্যান। কচুয়াই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম বলেছেন, ওয়ারিশ সনদ জালিয়াতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।











