চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণ করে হামলার মামলায় বুলবুল হোসেন প্রকাশ ডাকাত বুলবুল (৪৪) নামে এক যুবলীগ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) রাতে নগরীর হালিশহরের রমনা উচ্চ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট শহরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়।
এ সময় নির্বিচারে গুলিতে শিক্ষার্থী রাইয়ানসহ বহু শিক্ষার্থী আহত হন। পরে ২০২৪ সালের ১০ নভেম্বর রাইয়ান কোতোয়ালী থানায় মামলা করেন। সেখানে ২৭৮ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। বুলবুল ওই মামলার ১৫২তম আসামি।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বুলবুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি অপরাধমূলক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় পটিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।