পটিয়ার ভাটিখাইনে ২ শতাধিক মানুষ পেল চক্ষু চিকিৎসাসেবা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা। গত ২৪ জুলাই ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের হলরুমে এ চক্ষু সেবার আয়োজন করা হয়। গাউসিয়া আই কেয়ার সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের তত্ত্বাবধানে এবং ভাটিখাইন উন্নয়ন ফোরাম ও নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মোট ২০৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৩ জন রোগীর ছানি সমস্যা শনাক্ত করে তাদের অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া অন্যান্য রোগীদের বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. নুরুল আজম হক জিকু ও ডা. মো. সোহেল সাইমন। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্ত্তী, সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, জিয়াউর রহমান, আশিকুর মোস্তফা তাইফু, মো. রাসেদ ও উজ্জ্বল দে। বক্তারা বলেন, ভাটিখাইন উন্নয়ন ফোরাম সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া ও কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোকেয়া ছাত্তার স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধলায়ন্স ও লিও ক্লাব চিটাগং পারিজাত এলিটের বৃক্ষরোপণ কর্মসূচি