পটিয়ার প্রবীণ বিএনপি নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ রহিম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খাঁন, জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু প্রমুখ গভীর শোক জানিয়েছেন।
মীর্জা ফখরুলের শোক : এম এ রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি প্রবীণ এ নেতার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।












