জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ার প্রতিটি ইঞ্চি পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে। জমি যারই হোক। যদি চাষাবাদ না করে ফেলে রাখা হয়, তা হলে উপজেলা কৃষি অফিসের সহায়তায় সে জমিতে চাষাবাদ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, থানার ওসি রেজাউল করিম মজুমদার, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, এহসানুল হক, এম এ হাসেম, প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, সরোজ সেন নান্টু, মোস্তাক আহমদ, টিটন কুমার দে, মো. বুলবুল, বিশু পাইক, প্রদীপ কুমার দাশ, রমজান আলী, বিজয় দাশ, মো. সাহাবুদ্দিন, লোকমানুল হক, কাজী ফরিদুল ইসলাম, খায়ের আহমদ, জেসমিন আকতার, সুমিত্রা বড়ুয়া, নিলিমা দাশ, এস এম মহিউদ্দিন, মহিউদ্দিন চৌধুরী, নোবেল মজুমদার, রূপন চৌধুরী, সরূপ দেব নাথ, বাসু দেব চৌধুরী, রিম্পি বড়ুয়া, মো. শাহজাহান, দিপন চৌধুরী, ত্রিদিপ চৌধুরী, উজ্জল কান্তি দে, দেবব্রত চৌধুরী, আবু রিয়াদ, মোরশেদ আহমদ প্রমূখ।