পটিয়ার পিছিয়ে থাকা জনপদ ক্রমান্বয়ে শহরে পরিণত হচ্ছে

কেলিশহরে সড়ক উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ার কেলিশহর, ধলঘাট, দক্ষিণ ভুর্ষিসহ বিভিন্ন জনপদে জনগণ নৌকায় ভোট দেয় বলেই ক্ষমতা থাকাকালীন বিএনপি এসব এলাকায় উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১২ বছর আগে এলাকাগুলোতে প্রথম উন্নয়ন কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ রাস্তাঘাট, স্কুল, ব্রিজ-কালভার্ট নির্মাণ করার ফলে এলাকাগুলো শহরে পরিণত হয়েছে। এরই অংশ হিসেবে ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে কেলিশহর-মৈতলা রতনপুর হাইস্কুল কার্পেটিং সড়ক উদ্বোধন করা হয়েছে। গত রোববার সড়কের উদ্বোধন উপলক্ষে কেলিশহর ব্যাংক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী। নুরুল ইসলাম বাচার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ রতন চক্রবর্তী, এম এজাজ চৌধুরী, সৌমেন চক্রবর্তী সুমন, ইউনুছ মেম্বার, মো. ফোরকান, ছিদ্দিক আহমদ, শ্যামল দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মসূচি