পটিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

হত্যা ও অস্ত্র মামলা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

পটিয়ায় হত্যা ও অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুব আলম ওরফে বাচা (৩৫) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার পর গত মঙ্গলবার নগরীর বায়েজিদ এলাকার আতুরার ডিপো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহবুব উপজেলার খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ খরনা টিলাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিও।

স্থানীয়রা জানান, তিনি পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ছিল। পাহাড়ি সন্ত্রাসীদের মাধ্যমে তিনি পাহাড়ে যাওয়া কৃষকসহ বিভিন্ন মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করতো। এছাড়াও পাহাড়ি সন্ত্রাসীদের কৃষকদের বিষয়ে বিভিন্ন তথ্য দিত বলেও জানা যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে মাহবুব আলম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং নানা ছদ্মবেশে স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মুখে ধরা পড়ে। পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় সশ্রম কারাদণ্ডের রায়ও রয়েছে। তাকে ৫টি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট বদরুল হক খানের ৫৬ তম মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধপ্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন