পটিয়ায় হযরত তৈয়ব শাহ্ (র.) ওরশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের খানকাহ এ কাদেরীয়া কাদেরীয়া সৈয়দীয়া তৈয়বীয়ায় এ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি এম এ মহসিন। গত বুধবার অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন খানেকাহ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন। এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি কমর উদ্দিন সবুর, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাত ইবনে দিদার, প্রধান ওয়াজিন ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ আল্লামা আবদুল ওয়াজেদ আল কাদেরী। বক্তব্য রাখেন হাবিব উল্লাহ মাস্টার, শেখ সালাহ উদ্দিন, আবুল মনছুর। মাহফিল পরিচালনায় ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলম চেয়ারম্যান ও অধ্যক্ষ রফিকুল ইসলাম।












