পটিয়ার কুসুমপুরা শান্তি সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৪৬ পূর্বাহ্ণ

পটিয়ার কুসুমপুরা শান্তি সংঘ অলনাইট অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বড়উঠান ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে সাততেতৈয়া ফুটবল একাদশ। কুসুমপুরা শান্তি সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এবং মুহাম্মদ সাইফুউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ব্যবসায়ী এম সালাউদ্দিন মারুফ। প্রধান অতিথি ছিলেন সেলিম রিয়েল এস্টেট চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক এনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুসুমপুরা ২নং ওয়ার্ড ইউপি সদস্য ওসমান গণি মিয়া। বিশেষ অতিথি ছিলেন শওকত আকবর মেম্বার, মুহাম্মদ কাইছ, মুহাম্মদ আলমগীর বাচা। এছাড়া বক্তব্য রাখেন আলম, মুহাম্মদ কামাল, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ মিয়া জুনাইদ, মুহাম্মদ আবদুল ছবুর, মুহাম্মদ দেলোয়ার হোসেন মুন্না প্রমুখ। পাঁচ সহস্রাধিক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন