পটিয়ার কুসুমপুরায় সভাপতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় সাততৈয়া আব্দুল আজিজ ভাড়াল শাহ্ ফুটবল ক্লাব টাইব্রেকারে ২–১ গোলে কুসুমপুরা ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। ম্যান অব দা ম্যাচ হন বিজয়ী দলের মোহাম্মদ ওসমান। একইদিনে অপর ম্যাচে আল মক্কা ফুটবল একাদশ টাইব্রেকারে ২–১ গোলে উত্তর দেয়াং জুনিয়র একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। এতে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের টিটু।
গত শুক্রবার রাতে কুসুমপুরা ইলিয়াছ খাঁ বাড়ির মক্কা ম্যানসন সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন পটিয়া শান্তির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন নুরুল আলম সওদাগর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রশিদ আহমদ সওদাগর, আহমেদ জালাল, নুরুল ইসলাম সওদাগর, আবু তৈয়ব সওদাগর, মো. আমিনুল হক, কবির আহমদ, ডা. রফিকুল ইসলাম, জাফর আহমদ সওদাগর, ডা. শামসুল হক, ডা. দিদারুল আলম, ফরিদুল আলম, মাহাবুব আলম, সেমিল হাসান, মো. হারিস, শের আলী খাঁন। টুর্নামেন্টে ২৮টি ফুটবল দল অংশ নিচ্ছে।











