পটিয়ার ছাতরা এলাকার কামাল উদ্দিন হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন, আবদুল গফুর, বেলাল হোসেন, কামাল উদ্দিন, আবদুল শুক্কুর, আবদুল সবুর ও মো. জামাল। একই সময় আদালত পাঁচ নারী আসামিকে খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অঞ্জন বিশ্বাস আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুরো বিচার পক্রিয়ায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১২ জুলাই পটিয়া উপজেলার ছাতরা গ্রােেমর মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনায় কামাল উদ্দিন নামের ওই যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় নিহতের ভাগিনা জোবায়ের হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলাটি করেন।