পটিয়ার এয়াকুবদন্ডী স্কুলে বৃত্তি প্রদান ও স্মরণসভা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

পটিয়ার এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান শিক্ষক মরহুম এ এফ এম শামসুদ্দীন এর স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মো. আবু ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সাহা। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কায়ছার চৌধুরী পিন্টু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমবায়ের উপসহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী হিরু, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুল, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ফারুকী, সাবেক শিক্ষানুরাগী সদস্য গাজী মো. মনির উদ্দিন, অভিভাবক সদস্য জি এম মকসুদুল করিম, সমাজকর্মী গাজী মো. মামুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ুম সুলতানা, হাসান মু. আবুল কালাম, আবদুল আজিজ চৌধুরী, জেসমিন আক্তার, মো. জিয়াউল হক, মোজাম্মেল হক, জয়ব্রত দাশ, শাহীনূর শাহাদাত, কানন নাহা। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার আলো ছড়িয়ে মরহুম শামসুদ্দীনরা প্রজন্ম ও এলাকাকে আলোকিত করে গেছেন। এ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তার হাত ধরেই শিক্ষাগ্রহণ করে এলাকায় অনেক গুণিজনের জন্ম হয়েছে, যারা বর্তমানে দেশ ও সমাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ছিলেন বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা। স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে আজীবন স্মরণ রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার আগা খান পদক জিতলেন স্থপতি মেরিনা তাবাসসুম
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ ও ঐক্য ফাউন্ডেশনের মতবিনিময় সভা