পটিয়াবাসীর সাথে হুইপের ঈদ শুভেচ্ছা বিনিময়

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:১৪ অপরাহ্ণ

পটিয়ার বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করেই ঈদের মেহমান হিসেবে গেলেন হুইপ সামশুল হক চৌধুরী। গত ২ দিন ধরে কোন নেতা-কর্মীদের না জানিয়েই একা একা গিয়ে এসব পরিবারের মানুষগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বুধবার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নিজে উপস্থিত হয়ে সাধারণ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থও বিতরণ করেন। এর আগে গত মঙ্গলবার সারাদিন উপজেলার জিরি, মহিরা, নিশ্চিন্তাপুর গ্রামেও তিনি এভাবে মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেইপিজেডের পোশাক কারখানায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধফেনীতে মীরসরাইয়ের ২ জনসহ নিহত চার