জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পশ্চিম পটিয়ার কালারপোল পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপ দেয়া হবে। এখানকার চারটি ইউনিয়নকে মেট্রোপলিটন পুলিশের আওতায় আনার কাজ চলছে। সব কিছু মিলিয়ে পটিয়াকে একটি মডেল উপজেলায় রূপ দেয়া হবে। মহাসড়কের পটিয়ার শিকলবাহা ক্রসিং থেকে কমলমুন্সির হাট পর্যন্ত বর্তমান ১৮ ফুট প্রশস্ত সড়ককে স্ট্যান্ডার্ড টু লেনে ৩৪ ফুটে উন্নীত করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি। এর আগে তিনি শান্তির হাট-বুধপুরা বাজার সড়কের আরসিসি ঢালায়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম খান টিপু, শাহাদাত হোসেন সবুজ, মোজাম্মেল হোসেন রাজধন, নুরুল হুদা খান, মোহাম্মদ এমরান, শওকত আকবর, আমিনুল ইসলাম লিটন, খোরশেদ আলম, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ হোসেন।