পটিয়া সাতগাছিয়া দরবারের সেমিনার

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানীর খোশরোজ শরীফ উপলক্ষে ‘দ্বীনের ধারাবাহিকতায় কাদেরীয়া ত্বরীকার প্রকাশ বিকাশে সাতগাছিয়া দরবার শরীফের অবদান’ শীর্ষক এক সেমিনার গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। ড. সেলিম জাহাঙ্গীরের সভাপত্বিতে এতে অতিথি ছিলেন দরবারের গদিনশীন, সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন পটিয়ায় এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা ইব্রাহিম আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন মাইজভান্ডারী গবেষক গোলাম মুস্তাফা মো. শয়েস্তা খাঁন আল আজহারী প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, ইসলামের ক্রান্তিলগ্নে প্রতিকূল পরিস্থিতিতে দ্বীন ইসলামকে আধ্যাত্মিকতার ছোঁয়ায় পুনরুজ্জীবিত করেন গাউসে পাক আবদুল কাদের জিলানী (রা.)। সেমিনার শেষে দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কাউটস চট্টগ্রাম অঞ্চলের মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধসরকারি সিটি কলেজে বাণী অর্চনা উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা