পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক এটিএম তোহার সঞ্চালনায় এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের ম্যাকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর এএসএম সায়েম। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য তৌফিক ইবনে সালাম, নাছির উদ্দীন, শফিকুল আকতার চৌধুরী রতন, শিক্ষক পীযুষ কান্তি পাল, শাহজাদী বিলকিস আকতার, আবদুল মোতালেব, নুরুল আবচার, নিজাম উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সামপ্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। এখন তাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে। মনে রাখতে হবে জ্ঞান ও দক্ষতা ছাড়া দেশের উন্নয়ন করা যায়না। তারা ছাত্রদের একুশ শতকের জ্ঞান ও প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।