পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও বিএনপির অফিসে হামলা–ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় যুবলীগ ও শ্রমিক লীগের ২ নেতাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু (৪২) ও পটিয়া উপজেলা শ্রমিক লীগ নেতা আবদুর রউফ ভুট্টো (৪৭)।
গতকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকা থেকে সাইফুল হাসান টিটুকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি টিম। অন্যদিকে একই রাতে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভুট্টোকে আটক করে বাকলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ৪ আগস্ট ছাত্র–জনতার মিছিল ও আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় সাইফুল হাসান টিটুকে এবং পটিয়া বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এজহারভুক্ত আসামি আবদুর রউফ ভুট্টোকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।