পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

মোহামেডান স্পোর্টিং ক্লাব পটিয়া শাখার সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এক সভা গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে সংগঠনের বৈলতলী রোড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ব্যাবসায়ী মো. মাহবুল আলম মির্জাকে সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভায় বক্তব্য রাখেন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সিনিয়র কর্মকর্তা হাবিবউল্লাহ্‌ মামুন, হাবিবুর রহমান রিপন, সাইফুল ইসলাম, আবদুল হান্নান, মো. রবি, পেয়ারু, শহিদুল ইসলাম পটল, মো. ফজলু প্রমুখ।

পরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মনোনীত সাধারণ সম্পাদক মাহবুল আলম মির্জা জানান ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর সুদক্ষ নেতৃত্বে তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টি সহ নানান পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে হারালো নাইজেরিয়া