পটিয়া-বিসিআইসি খেলা ড্র

১ম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ১ম বিভাগ ফুটবল লিগে পয়েন্ট ভাগ করে নিয়েছে অফিস দল বিসিআইসি ক্রীড়া সংসদ এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দু’দলের খেলা ১১ গোলে ড্র হয়েছে। বিসিআইসি তাদের প্রথম খেলায় পরাজিত হয়েছিল এবং পটিয়া ড্র করেছিল। এই নিয়ে পটিয়া পরপর নিজেদের দুটি খেলাই ড্র করলো। দুই খেলা শেষে বিসিআইসির পয়েন্ট ১ এবং সমান খেলায় পটিয়ার ২। পটিয়া গতকালের খেলায় এগিয়ে থেকেও ১১ গোলে ড্র করে। পটিয়ার পক্ষে মহিনুল ও বিসিআইসি’র নাজিম গোল করেন। গতকাল খেলা শুরুর ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। বামপ্রান্ত দিয়ে গড়ে উঠা আক্রমণ থেকে নয়নের সেন্টারে বল পান মহিনুল। তার জোরালো শটের বল জালে গিয়ে পৌঁছে ()। এরপর এক গোলে এগিয়ে যাওয়া পটিয়ার বিপক্ষে সমানতালে খেলতে থাকে বিসিআইসি। ১০ মিনিটের মধ্যেই খেলায় সমতা নিয়ে আসে তারা। এসময় পটিয়া ফাউল করলে পেনাল্টি পায় বিসিআইসি। তবে নাজিমের পেনাল্টি শট পটিয়ার গোলরক্ষক ফিরিয়ে দেন। বকুল সে বল আয়ত্তে নিয়ে আবারো গোলমুখে পাঠান। বল ধরেন সেই নাজিম। তিনি এবার বল জালে জড়িয়ে দিতে সমর্থ হন ()। এরপর পটিয়াবিসিআইসি দু’দলই সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে বামপ্রান্তে একেবারে ফাঁকায় থেকেও নাজিম বাইরে বল মেরে দেন। ফলে এগিয়ে যাওয়া হয়নি বিসিআইসির। এছাড়া ৪১ মিনিটে বামপ্রান্ত থেকে পটিয়ার মহিনুলের বিপজ্জনক শট অল্পের জন্য সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়্য। এতে করে পটিয়াও লিড নিতে ব্যর্থ হয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শাহিন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর শহিদুল ইসলাম বেলাল। আজ বিকাল ২.৪৫ টায় রাইজিং স্টার ক্লাব বনাম ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবালকে হাটহাজারী, বালিকায় লোহাগাড়া চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের শুভ সূচনা