পটিয়া বাইপাস রোডের বিপজ্জনক মোড়ে স্পিডব্রেকারের দাবিতে সভা

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

পটিয়া স্থানে স্থানে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এযাবৎকালীন সময়ে এই সড়কে ২৫জনের বেশি মানুষ নিহত হয়েছেও অর্ধশতাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সড়কের ঝুঁকিপূর্ণ মোড় বডুয়ার টেক ও মোহনানন্দ সেবাশ্রম সংলগ্ন অংশে জরুরি ভিত্তিতে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এলাকায় এক সুধী সমাবেশ হয় ৫ মে সকাল ১০ টায় বাইপাস সংলগ্ন চত্বরে। ভাটিকাইন ২ নম্বর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক দেব প্রসাদ দাস, ভাস্কর ডিকে দাশ মামুন, পটিয়ার পৌর কমিশনার আবু সালেহ, মুহাস্মদ শাহারিয়ার, ইউপি সদস্য দেবাশিষ বডুয়া, স্বামী সুভাষানন্দ অবধূত, শ্যামল ব্রহ্মচারী, সনাতন নাথ প্রমুখ। সভায় বক্তারা সহসা স্পিডব্রেকার এবং সাথে জেব্রা ক্রসিং সৃষ্টি করে ও পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনে ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে সড়কটি নিরাপদ করে সাধারণ মানুসের ঝুঁকি কমাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ও মা
পরবর্তী নিবন্ধস্মার্ট পৌরসভা গড়তে সকলের সহযোগিতা চাই