পটিয়া পৌর কাউন্সিলরের বাড়ির অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৭:৫২ অপরাহ্ণ

নিজ বাসভবনে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের অভিযাগ উঠেছে পটিয়া পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে।

পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক সেনের নিজ বাড়ির দ্বিতীয় তলায় পটিয়া পিডিবি অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে। আজ বহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পটিয়া পিডিবি সূত্র জানায়, গোপন সংবাদর ভিত্তিত পটিয়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সদরের ২নং ওয়ার্ডের কাউন্সিলর রূপক সেনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বিদ্যুতের মিটারের পাশ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি ধরা পরে। তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার ও তার জব্দ করা হয়।

এ বিষয়ে পটিয়া পিডিবির সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বরেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কাউন্সিলর রূপক সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের আলোচিত অপহৃত শিশুটি মুক্তিপণে উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র