পটিয়া পৌরসভা সমন্বয় কমিটির সভা

পটিয়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেছেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করে পৌরসভাকে আধুনিকায়নের কাজ চলছে। পৌরবাসির বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপন, আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধার পরিধি বাড়ানো হবে। ইতিমধ্যে পটিয়া থানা হাট ও পুরাতন থানা হাটের দীর্ঘদিনের মানুষের দুর্ভোগ লাঘবে নানামুখী উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি গত মঙ্গলবার পটিয়া পৌরসভায় শহর সমন্বয় কমিটি ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. গোফরান রানা, মো. জসিম উদ্দিন, মো. শফিউল আলম, কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আকতার, ফেরদৌস বেগম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, শরীফ খান, করুনা কান্তি বড়ুয়া, মো. হারুনুর রশীদ, আলমগীর আলম, ফজলুল হক আল্লাই, মো. নাছির উদ্দিন, ডা. রাজিবুল, জয়শ্রী দাস, রওশনগীরি আমিরী, হাজী শহিদুজ্জামান, রীনা আকতার, শারমিন আকতার, নুরুল ইসলাম, মো. সোলায়মান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে মাদক মামলায় ২ আসামীর যাবজ্জীবন