পটিয়া নজির আহমদ স্মৃতির উদ্যোগে গত শুক্রবার পটিয়া স্পোর্টস মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এজি এসআর স্পোর্টিং ক্লাব ১–০ গোলে পটিয়া খাজা গরিবে নেওয়াজ রাউজানকে পরাজিত করে। পটিয়া এজি এসআর স্পোর্টিং ক্লাবের চন্দন শীল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন এজি এসআরের মোহাম্মদ রাহী। খেলায় প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।