পটিয়া থানায় নতুন ওসি মো.নুরুজ্জামান

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

পটিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন মো. নুরুজ্জামান। এর আগে তিনি চন্দনাইশ থানার ওসির দায়িত্বে ছিলেন। গতকাল সোমবার চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এ বদলী আদেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম বলেন, পটিয়া থানায় একজন নতুন ওসির একটি বদলী আদেশের অনুলিপি পেয়েছি। তিনি পার্শ্ববর্তী চন্দনাইশ থেকে পটিয়ায় যোগদান করবেন। তবে এখনো যোগদান করেননি। হয়তো আজকালের মধ্যেই তিনি এসে দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহারের পর তদস্থলে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ওইদিন রাতেই পটিয়া থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন। অপরদিকে বিদায়ী ওসি জায়েদ নূর বুধবার রাতেই পটিয়া থানা ত্যাগ করেন। জানা যায়, জায়েদ নূরকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে চসিকের উচ্ছেদ অভিযান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালকের মৃত্যু