পটিয়া কুসুমপুর স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

রিইন্টিগ্রেশন অব মায়গ্র্যান্ট ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পটিয়া কুসুমপুর স্কুল এন্ড কলেজের বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক ইভেন্ট ‘স্কুল প্রোগ্রাম’। অনুষ্ঠানে কুসুমপুর স্কুল এন্ড কলেজের ৮ম, নবম এবং দশম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, তাদের বিভিন্ন সমস্যা এবং সমস্যা থেকে উত্তরণের পন্থা, নিয়ম মেনে বিদেশ যাওয়ার সুবিধা, মানবপ্রাচার রোধে করণীয়, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার উপায় ইত্যাদি বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা হয়। তাছাড়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে প্রদত্ত প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে করণীয় বিষয়ে ও আলোচনা করা হয়। বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে ওপেন ডিসকাসন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ। এবং সেশন পরিচালনা করেন সেক্টর স্পেশালিস্ট মং খিং ওয়াং। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রকল্পের প্রোগ্রাম অর্গনাইজার নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নেজামুল হক। এবং বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষকশিক্ষিকা। অনুষ্ঠান শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে মোট ১৫জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক দুই
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষা সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা কমিটি গঠন