পটিয়া করণখাইন সার্বজনীন শান্তিধামে ঠাকুর রামচন্দ্র দেবের মহানামযজ্ঞ

| বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

পটিয়া থানার ১০নং ধলঘাটের করণখাইন সার্বজনীন শান্তিধামে ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ আগামী ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ভ, ঠাকুর রামচন্দ্রদেবের বিশেষ পূজা ও আরতি, রাজভোগ, আনন্দ বাজারের মহাপ্রসাদ আস্বাদন, মহানামযজ্ঞের পূর্ণাহুতি।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি কাঞ্চন দত্ত পিংকু ও সাধারণ সম্পাদক নোবেল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৯ রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার