বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–পটিয়া উপজেলা শাখার এক প্রস্তুতি সভা গত ১৪ সেপ্টেম্বর পটিয়া পল্লীমঙ্গল সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেম্বার নিখিল দের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাপস দের সঞ্চালনায় সভার শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সুচক্রদন্ডী লোকনাথ আশ্রমের অধ্যক্ষ লোকনাথ ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রা জেলার সহ–সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে। বক্তব্য রাখেন তরুণ ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, শিক্ষক রূপক শীল, রাজীব দাশগুপ্ত ছোটন, মেম্বার উত্তম কুমার দে, ছোটন সরকার, সুমন দাশ, বিশ্বজিৎ দাশ, মিলন কান্তি দাশ, অরুণ বিকাশ চৌধুরী, রাজীব চৌধুরী রাজু, বিকাশ দাশ বিশু, শ্যামল দাশগুপ্ত, অরজিৎ কুমার দে সাজু, অনুপ মজুমদার, প্রতিমা চৌধুরী, রতন মল্লিক, সজল চৌধুরী, শাহুল মিত্র, অজয় শীল, জয়জিৎ শীল, শয়ন শর্মা, রতন দে, রাসেল দে প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য পূজা উপজেলা ও থানা প্রশাসন, সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় ও মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।