পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনায় মাদ্রাসার কয়েকজন ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের ছাত্ররা।
ঘটনাস্থলে পটিয়া থানার ওসি মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে প্রায় অর্ধশত পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চট্টগ্রাম থেকে অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে বলে জানা যায়।
ছাত্ররা হাতে লাঠি, লোহার রড, গুলতি ও গাছের বাটাম নিয়ে প্রতিপক্ষকে তাড়া করে। মাদ্রাসা শিক্ষার্থীরা জানান, হাটহাজারী মাদ্রাসা থেকে গতকাল শনিবার হেফাজতে ইসলামের দু’জন মেহমান আসলে মাদ্রাসা থেকে পদত্যাগকারী মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজার কিছু অনুসারী বার বার মাদ্রাসায় হামলা ও শিক্ষার্থীদের মারধর করছে।
হামলার অভিযোগে প্রতিপক্ষ মাদ্রাসা ছাত্ররা ওবায়দুল্লাহ হামজার কয়েকজন অনুসারীকে ধরে মাদ্রাসায় আটকে রাখতে দেখা যায়।
ছাত্ররা হাতে লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহাসড়কের ডাকবাংলো ও মাদ্রাসার আশপাশসহ মাদ্রাসায় অবস্থান নিয়েছে।
শফিউল আজম, পটিয়া।।