পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় মহাপরিচালক নিয়ে সৃষ্ট জটিলতা চরম আকার ধারণ করেছে। বিবদমান দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। ফলে মাদ্রাসা নিয়ে দুইপক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।
গতকাল বুধবার সকালে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে পটিয়ার থানার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মওলানা করিম উল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা আইমন, মাওলানা ইমতিয়াজ। এসময় তারা মহা পরিচালক ওবায়দুল্লাহ হামযার কার্যালয় ও বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান। একইদিন বিকেলে মাদ্রাসায় নতুন কমিটির মহাপরিচালক আবু তাহের নদভী সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম আনছারী। লিখিত বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ হামযার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির মহাপরিচালক আবু তাহের নদভী, শাইখুল হাদিস মুফতি হাফেজ আহমদুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সামশুদ্দিন জিয়া, মাওলানা আকতার হোসেনসহ মাদ্রসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।