পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে বিদায় ও বার্ষিক অনুষ্ঠান

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজের বিদায় ও বার্ষিক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আর এ জন্য ইংরেজি শিক্ষায় জোর দিতে হবে। পটিয়া পৌরসদর রামকৃষ্ণ মিশন রোডস্থ অঙ্কুর স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক শিবুকান্তি দাশ।

প্রধান অতিথি বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে মেধা মননে গড়ে তুলতে হবে। ক্লাসের পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল বই পড়তে দিতে হবে। সমান ভাবে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অ্যাডভোকেট মাঈনুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল গফুর,স্কুলের পরিচালক আলমগীর হোসাইন তালুকদার, গিয়াস উদ্দিন সেলিম, হিল্লোল বড়ুয়া, মুহাম্মদ কামরুল হাসান রোকন, সহকারী প্রধান শিক্ষক সুবীর মিত্র, বৈশাখি বড়ুয়া, চম্পা চক্রবর্তী, মুমু বড়ুয়া, শামীমা আক্তার,তৃষ্ণা বিশ্বাস, সুরাইয়া আক্তার।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অর্পিতা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধমাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ