পটিয়ার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিয়া একটি ঐতিহ্যবাহী জনপদ। এ জনপদের সম্মান ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। এ এলাকার সুনাম সুখ্যাতি নষ্ট হয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করেন। আমরা পটিয়ার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি।

গতকাল শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভায় শেয়ান পাড়া হাজী আব্দুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিউল আলম, সরওয়ার কামাল রাজিব, জসিম উদ্দিন, নাছির উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌস বেগম, ওয়াহিদুল আলম, জমির উদ্দিন, নাজিম উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন, জসিম উদ্দিন, মো. সোহেল, আসিফ, নুরুল আবছার, নুরুল আমিন, শাহরিয়ার শাহজাহান, নুরুল কবির, মোহাম্মদ সোহেল, গোলাম রসূল জনি।

পূর্ববর্তী নিবন্ধআজ পটিয়ায় সাহিত্যবিশারদ স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির জরুরি সভা ৬ মে