পটিয়ার শেয়ান পাড়ায় ১২ দিনব্যাপী মাহফিলের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

পটিয়ার শেয়ান পাড়ায় ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (.) মাহফিলের উদ্বোধন করা হয়েছে। পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে শেয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে আয়োজিত মাহফিল মৌলানা আহমদ হালিমের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করেন মুহাম্মদ নুরুল হোসেন।

প্রধান অতিথি ছিলেন পটিয়ার বাহুলী শাহনুর দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত মৌলানা মো. নুরুল কবির আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন মৌলানা হাসান রেজা আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ, পটিয়া জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান বাহাদুর খাদেমী, মো. আবু নোমান নাছিম হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে রাসূল করিম (.) এর আদর্শ বাস্তবায়ন করলে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ফিরে আসবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের র‌্যালি
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন