পটিয়ার ধলঘাট ইউনিয়নের সংগঠন বাগদন্ডী–নন্দেরখীল আজাদ ক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় ঈদগা ময়দানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সেকান্দর তালুকদার। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহ্ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ–সভাপতি শহীদুল ইসলাম সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য জাফর আহমদ, বর্তমান ইউপি সদস্য খোরশেদ আলম, নাসির উদ্দিন। বক্তব্য রাখেন জসিম উদ্দীন, আবদুল শুক্কুর, এরশাদ হোসেন, নুরুল ইসলাম চৌধুরী সানু, নুরুল আবছার, আবু তাহের, প্রবীর মিত্র, মফিজ উদ্দীন, নাজিম উদ্দীন, শহীদুর রহমান সোহেল প্রমুখ।