পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬২) আর নেই। গতকাল রোববার আড়াইটায় নিজ বাসভবন পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীল গ্রামে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি….রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রাত ১০ টায় পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, আবদুল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, খোরশেদ আলম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাহেদুল হক, জিল্লুর রহমান, ইদ্রিস পানু, হাজী নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, গাজী মোহাম্মদ মনির। নুরুল ইসলাম পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছাড়াও খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।