পটিয়ার পূর্ব চরকানাই গাউছিয়া বাইতুন নূর জামে মসজিদে হাফেজদের সংবর্ধনা

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

পটিয়ার পূর্ব চরকানাই গাউছিয়া বাইতুন নূর জামে মসজিদে শোহাদায়ে বদর ও পবিত্র মাহে রমজানুল মোবারক শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন গাউছিয়া বায়তুন নূর জামে মসজিদের সভাপতি এম সাইফুদ্দিন চৌধুরী। কোষাধ্যক্ষ মো. হায়দার আলীর সঞ্চালনায় অতিথি ছিলেন গাউছিয়া কমিটি ৫ নং হাবিলাস দ্বীপ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, গাউছিয়া বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মো. মহিউদ্দিন কাদেরী, মো. কুতুব উদ্দিন, মো. মহিউদ্দিন চৌধুরী, শাহজাদা কাজী মো. আলমগীর।

পবিত্র খতমে কোরআন আদায় পরবর্তী হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২২ মার্চ মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে হাফেজদের এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হাফেজরা হলেন হাফেজ মাওলানা শাহেদুল ইসলাম ও হাফেজ মো. মাহিন উদ্দিন মানিন, হাফেজ মো. রিদুওয়ান। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মো. মহিউদ্দিন কাদেরী।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি বলেন, খতম তারাবি মুসলিমদের রমজান মাসে নৈকট্য অর্জন এবং পবিত্র কোরআনের বার্তা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি ঈমান ও আধ্যাত্মিক উন্নতি লাভের মাধ্যম। অন্যদিকে বদর প্রান্তর মুসলিমদের জন্য এক ঐতিহাসিক বিজয়, যা তাদের সাহস, বিশ্বাস, আল্লাহর সাহায্যে কঠিন সময়েও সফলতা অর্জন সম্ভব তা প্রমাণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা
পরবর্তী নিবন্ধস্টেশন রোডে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬