চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি দিদারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের ডবলমুরিং থানার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদারুল ইসলাম পটিয়ার আশিয়া মল্লাপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোজাফফর হোসেন জানান, দিদারুল ইসলামের বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টা সংক্রান্ত একটি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার অবস্থান শনাক্ত করে বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদারুল ইসলাম ঘটনার সময় পটিয়া এলাকায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দিদারুলের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।