পটিয়ার জামেয়া মাদ্রাসায় হামলায় একজন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় হামলার পরিকল্পনা করার অভিযোগে আবদুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে পটিয়া থানাধীন মুজাফফরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মাদ্রাসার মহাপরিচালক ওবাইদুল্লাহ হামযার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আবদুর রহিম খরনা চৌধুরী বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের নাতি জামাই বলে জানা যায়।

মাদ্রাসার মহাপরিচালক ওবাইদুল্লাহ হামযার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর আবদুর রহিমের নেতৃত্বে মাদ্রাসায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে মাদ্রাসার বিপদগামী উচ্ছৃঙ্খল ছাত্রদের উষ্কানি দিয়ে রাত ১২টা থেকে সারারাত মাদ্রাসায় ত্রাস সৃষ্টি করে কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। এসময় মহাপরিচালক ওবাইদুল্লাহ হামযার বাসায় ভাংচুর চালিয়ে তাকে জিম্মি করে রাখে। ভোর রাত ৪টার দিকে প্রাণনাশের ভয় দেখিয়ে ওবাইদুল্লাহ হামযা থেকে একটি পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। এব্যাপারে ওবাইদুল্লাহ্‌ হামযা বাদী হয়ে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পটিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৫০১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ৩০ অক্টোবর (সোমবার) তা পটিয়া থানায় ৪২নং মামলা রেকর্ড করা হয়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, নাশকতা ও মাদ্রাসায় হামলার পরিকল্পনা করার অভিযোগে আবদুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদ্রাসায় হামলা ও ভাংচুরে জড়িত বলে স্বীকার করে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে ২২৬টি প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধদেড়শ রোহিঙ্গা নিয়ে সাগরে তিনদিন ভাসছিল ট্রলার