পটিয়ার চরকানাই মোনাফ হাজীপাড়া তরুণ সংঘের আয়োজনে পুরস্কার বিতরণ ও গ্রামের কৃতী সন্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা সভা গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চরকানাই মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মোহাম্মদ ফারুক বলেন, মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্ব দিতে হবে। তাদেরকে জেগে উঠতে হবে। সুস্থ সংস্কৃতির পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনে খেলাধূলার চর্চার গুরুত্ব অপরিসীম।
তরুণ সংঘের পরিচালক হাসান মুরাদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদরুল আলম, পটিয়া পৌর কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম টিটু, ইদ্রিস খান কপিল, আরফাজুল ইসলাম কায়েস, বোরহান উদ্দিন আকবরী, এম এ রহিম মেহেক, সাংবাদিক রাজু চৌধুরী, জামাল উদ্দিন। তরুন সংঘের আয়োজনে অলনাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল পুরস্কার বিতরণ ও গ্রামের কৃতী সন্তান জাতীয় ক্রিকেট দলের কৃতী খেলোয়াড় শাহাদাৎ হোসেন দীপুকে সংবর্ধনা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।