পটিয়ার কেলিশহরে নবীন সংঘের সুবর্ণজয়ন্তী

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

পটিয়া কেলিশহর নবীন সংঘের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। তিনি বলেন, নৈতিকতা সম্পন্ন জাতি গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহন জরুরী। এই শিক্ষা পরিবার হতেই শুরু করতে হবে। সংগঠনের সভাপতি সিনিয়র শিক্ষক স্বরাজ গাঙ্গুলীর সভাপতিত্বে ও দীপা দের সঞ্চালনায় নবীন সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাবেক সভাপতি ত্রিদিপ দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দেব। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, ত্রিদিব কুমার দাশ, মানিক চন্দ্র বৈদ্য, জসিম উদ্দীন মাস্টার, দিলীপ ঘোষ দিপু, অধ্যক্ষ লায়ন ড. জুয়েল আচার্য্য, অধ্যাপক রূপন কানিশ ধর, আশীষ কুমার দে মনি, রূপন কুমার দে, নিখিল দে, সদস্য রিপন দে, বিকাশ দাশ বিষু, দীপক কান্তি শর্মা, সদস্য শ্যামল দাশগুপ্ত, ধ্রুব কুমার মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেকারত্ব দূরীকরণে ইসলামিক ব্যাংকিং চর্চার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধউগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা করে সাম্প্রদায়িকতাকে উস্‌কে দিচ্ছে