পটিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

রমজানকে সামনে রেখে অতিরিক্ত খাদ্য মজুদ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

রমজানকে সামনে রেখে অবৈধ ভাবে অতিরিক্ত খাদ্য মজুদ রাখার দায়ে পটিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার পৌর সদরের কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ। এ সময় থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার পৌর এলাকার কামাল বাজারে চালের দোকানসহ ৫টি মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি, অবৈধ ভাবে খাদ্যদ্রব্য মজুদ করায় ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যদ্রব্য মজুদ আইনে এ জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই ঘণ্টার বিভ্রাটে মেটার ক্ষতি ১০ কোটি ডলার
পরবর্তী নিবন্ধহলদিয়া রাবার বাগানে রহস্যজনক আগুন