চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ৫০টি কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।
তিনি রবিবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি বলেন, নৌকা সমর্থকরা তাদের মারধর করে সকাল থেকে কেন্দ্র থেকে বের করে দেয় এবং জোর করে নৌকায় সিল মারেন।
এ সময় পরিদর্শনে এসে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, হুইপ সামশুলের এটা মিথ্যাচার। ঈগলের কোন এজেন্টকে জোর করে বের করে দেয়া হয়নি। এখানে সুষ্ঠ ভোট হচ্ছে।
বেশ কয়েকটি সেন্টারে আমি গিয়েছি। তারা নিজে থেকে সরে যাচ্ছে। তিনি আগে তিনবার নৌকা নিয়ে নির্বাচন করেছেন। ইতিমধ্যে পটিয়ায় একটা নৌকা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ছেন হুইপ।
আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্ট মুস্তফা অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে আমাকেসহ ঈগলের সব এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমাকের নৌকার সমর্থকরা মারধর করেছে।