চট্টগ্রামের পটিয়ায় লোকালয়ে এসে একটি অজগর সাপ ধরা পড়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের যৌত নন্দীর বাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজন সাপটি আটক করেন।
খবর পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বন কর্মকতার্দের সহায়তায় পরে সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয়।
জানা গেছে, উপজেলার খরনা খাল হয়ে ১৪ ফুট লম্বা এ অজগর সাপটি লোকালয়ে নেমে আসে। মুজাফরাবাদ এলাকার যৌত নন্দির বাড়ি এলাকায় সাপটি দেখে স্থানীয় লোকজন পিটিয়ে মারার চেষ্টা করে। এসময় সাপটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় করেন।
স্নেক রেসকিউ বাংলাদেশ টিমের পটিয়া উপজেলা প্রতিনিধি এমদাত হোসেন নান্নু জানিয়েছেন, লোকালয়ে এসে ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়ার খবর পেয়ে তারা উদ্ধার করেন। পরে সাপটি পাহাড়ে অবমুক্ত করা হয়। উদ্ধার কাজে ছিলেন সংগঠনের মেহেরাজ হোসেন রাজিব ও নাঈম উদ্দিন হৃদয়।