পটিয়ায় সালাতু সালাম মাহফিল

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে পটিয়া উপজেলা কার্যালয়ে হজরত খাজাবাবা রহমাতুল্লাহি আলাইহি ও জামে আওলিয়া কেরামের মিশন পুনরুজ্জীবন সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আরেফ সারতাজ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ্‌, আল্লমা মোরশেদুল আলম খোরশেদ। আরো উপস্থিত ছিলেন, আল্লামা শরিফ সরওয়ার, মোহাম্মদ ইউচুফ, আব্দুর রহিম, মাওলানা আবদুল আলিম আবুল কালাম, কুতুব উদ্দিন্‌ নাফিস নিজাম, মীর সুজন, . সাদ্দাম হোসেন সাব্বির, ইমরান হোসেন, তৌকির ইসলাম, সংগঠনের মহিলানেত্রী ছিলেন, জিনু আকতার, ববি আক্তার, উম্মে হাবিবা সহ সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুয়েতে সংকটে ৮০ বাংলাদেশি শ্রমিক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার তিন