পটিয়ায় সমাসেবার উদ্যোগে ব্যতিক্রমী ওয়াকথন প্রতিযোগিতা, কল্যাণ রাষ্ট্র নির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা, প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড ও ঋণ বিতরণ, প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দুইটি পর্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পটিয়া মডেল মসজিদ থেকে উপজেলা পরিষদ পর্যন্ত দৌড় ও হাটার মাঝামাঝি কে কত সুন্দর করে জোরে হাঁটতে পারে তাই নিয়ে ব্যতিক্রমী ওয়াকথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান, বিভিন্ন প্রতিবন্ধীদেরকে সুবর্ণ কার্ড ও ঋণ বিতরণ করা হয়। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল করিম হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, মোহাম্মদ মারুফ ও তালহা। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিভিন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।