পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালকের, আহত পুলিশের ৩ এসআই

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার (চট্টগ্রাম-কক্সবাজার) আরাকান মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল মান্নান (৪৮) নামক এক সিএনজি চালক নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের তিন এসআই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের সময় পটিয়া শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

আহতরা হলেন-পটিয়া থানায় কর্মরত এসআই নয়ন চাকমা, এসআই আবুল খায়ের ও এসআই জুয়েল। আর নিহত সিএনজি চালক আবদুল মান্নান (৪৮) পটিয়া আশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার আলীর বাড়ির মৃত আনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, রাত ৮ টার দিকে তিন পুলিশ সদস্য চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত পুলিশের পদোন্নতি জনিত বিভাগীয় পরীক্ষা শেষে পটিয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ অতিক্রম করে পটিয়া শান্তিরহাট এলাকা যেতেই সিএনজি চালক মন্নান তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেলেন। ফলে, আকস্মিক ভাবে সামনে দাঁড়ানো একটি ট্রাককে প্রচন্ড ভাবে ধাক্কা মারেন।

এতেই সিএনজি চালক ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের প্রথম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সিএনজি চালক মন্নান কে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত ডা. মোশাররফ হোসেন জানান, সিএনজি চালক কে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু ঘটে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘তিন জন পুলিশ সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে এসআই নয়নের অবস্থা আশঙ্কাজনক। তবে সিএনজি চালকের তথ্য এখনো আমার কাছে আসেনি।’

পূর্ববর্তী নিবন্ধ‘ইয়াবা বদি’র মাদক ব্যবসার সহযোগী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কীটনাশক পানে কৃষকের মৃত্যু