পটিয়ায় শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:১৫ অপরাহ্ণ

পটিয়ায় শ্রমিক লীগ নেতা মো: সাইফুদ্দিন ভোলা (৪৮) কে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা।

ভোলা পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সহ সভাপতি ও পৌরসভার ১নং ওয়ার্ড কাগজী পাড়ার ওখাড়া গ্রামের বদি মাঝির বাড়ির মো: ইব্রাহিমের পুত্র। শনিবার (৩১ আগস্ট) রাতে স্থানীয়রা তাকে নিজ এলাকা থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন যুবক জানান, স্থানীয় বিএনপি ও যুবদল ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে এলাকা থেকে ধরে মারধর করার পর তাকে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ থাকলেও সে এলাকায় অবস্থান করছিল।

পটিয়া থানা পুলিশ জানান, তার বিরুদ্ধে গত ১৮ জুলাই উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও লুটপাট এবং ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনসহ পটিয়া থানায় আরো সাতটি মামলা রয়েছে বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম উদ্দীন জানান, স্থানীয়রা তাকে তার নিজ এলাকা থেকে ধরে পুলিশের হাতে তুলে দেন। গ্রেফতারকৃত সাইফুদ্দিন ভোলাকে আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে নিয়মিত মামলার পাশাপাশি আদালতে তার পূর্বের মামলাগুলোর পিআর রিপোর্ট পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ইউপি সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত