পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়। পটিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় মহড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঁইয়া জনী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, একাডেমিক সুপারভাইজার বাবুল চন্দ্র দে, পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইদুল ইসলাম, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর। অগ্নিনির্বাপণ মহড়ায় শিক্ষার্থীদের অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল দেখানে হয় এবং শিক্ষার্থীদের কলাকৌশলের মাধ্যমে কিভাবে অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করা যায় তা শেখানো হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সারা দেশে প্রতি বছর অগ্নিদুর্ঘটনায় প্রাণহানিসহ মূল্যবান অনেক জিনিসপত্র পুড়ে যায়। আমরা যদি একটু সচেতন হই এবং অগ্নিনির্বাপণের কলাকৌশলগুলো যদি দুর্ঘটনার সময় কাজে লাগাতে পারি তাহলে প্রাণহানিসহ বড় দুর্ঘটনা ঝুঁকি থেকে আমরা রক্ষা করতে পারব। তাই এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সকল ধর্মের অধিকার নিশ্চিতে কাজ করে
পরবর্তী নিবন্ধমহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ৩