পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ফাইনালে শক্তিশালী লোহাগাড়া ফুটবল একাদশকে ১০ গোলে হারায় তারা। গতকাল শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শুরুর ৭ মিনিটের মাথায় গোল পায় ব্রাদার্স। পোষ্টের সামনে সৃষ্ট জটলার মধ্যে থাকা ব্রাদার্স ইউনিয়নের ফারুকুল ইসলামের পা থেকেই কাঙ্খিত ও একমাত্র গোলটি আসে। খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন লোহাগাড়া ফুটবল একাদশের অধিনায়ক জালাল উদ্দীন জিবলু।

ব্রাদার্স ১০ গোলে এগিয়ে গেলেও হাল ছাড়েনি লোহাগাড়া ফুটবল একাদশ। মুহূর্মুহূ আক্রমণের মাধ্যমে হাজারো দর্শক মাতিয়ে তোলে লোহাগাড়ার খেলোয়াড়রা। কিন্তু তারা গোল পরিশোধে ব্যর্থ হয়। গোলের কয়েকটি সহজ সুযোগ পেয়ে হাত ছাড়া করেন তারা। পক্ষান্তরে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নও দুয়েকটি গোলের সুযোগ পেলেও তারা গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। ১০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্র্নামেন্টের আহবায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উদ্বোধক ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপন, সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, নাছির উদ্দীন, আবদুল মাবুদ, তৌহিদুল আলম, মোজাম্মেল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন মেম্বার, মফিজুর রহমান, ইব্রাহীম সওদাগর, শরীফ উদ্দিন চৌধুরী, আবু সালেহ, জাবেদ চৌধুরী, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক আবদুল সালাম, মামুনুল ইসলাম, আবসার উদ্দিন, আবদুল করিম মেম্বার, অহিদুল আলম,আবদুল ছবুর, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী টিংকু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের মুখোমুখি আজ বাংলাদেশ