পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আশাতা গ্রামের আকতার হোসেনের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পটিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোররাত ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে হয়ে যায়। বসতঘরের মালিক আকতার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মাটি ও টিন সেটের ৭ কক্ষ বিশিষ্ট দুইটি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। এতে আমাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আমরা একদম নি:স্ব হয়ে পড়েছি।