পটিয়ায় রোহিঙ্গা যুবক আটক

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মো. সাবের (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মো. সাবের নামের এক ব্যক্তি পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এসময় তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে।

উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করে পটিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। এবার তিনি এসেছেন তার মামা আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অসামাজিক কার্যকলাপ, আটক ৪